মঙ্গলবার ৭ জুন ২০২২ - ১৯:০৯
ইয়েমেন

হাওজা / হানাদার সৌদি জোট ব্যাপকভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আল-মাসিরা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হানাদার সৌদি জোট আল-হুদাইদাহ প্রদেশে গত ২৪ ঘণ্টায় ৮৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

হানাদার দেশগুলো ইয়েমেনের অন্যান্য অংশে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। এর আগে ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের সদস্য আলী আল-কাহুম আল-আহদ ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিয়েছেন যে সৌদি আরব যুদ্ধবিরতি লঙ্ঘন ভুল করছে।

আল-কাহুম বলেন যে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই ধরনের আগ্রাসনের মুখে অলসভাবে দাঁড়াবে না এবং সৌদি লঙ্ঘনের জবাব দেওয়ার জন্য তাদের কাছে অনেক বিকল্প রয়েছে।

সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কয়েকটি দেশের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি দেশটি স্থল, সমুদ্র ও আকাশপথে অবরোধ করে রেখেছে।

ইয়েমেনে সৌদি আরব এবং তার মিত্রদের হামলায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha